. ঘুণ ধরা রাতের আঁধার
এসেছিল ব্যালকনি ছুঁয়ে,
মৃদু কিছু স্মৃতির আবেশ,
কেঁপেছিল হিমেল হাওয়ায়।
খুঁজে খুঁজে ফিরি আপনাকে
কখন অজান্তে হারিয়ে,
অদৃশ্য রূপসী এক সাপ
দূরে রাখে তোমায় আমায়।
সর্পিল আঁকা বাঁকা মন
মাঝে জাগে বিষণ্ণ কাল,
বিষের আভাস অনুক্ষণ
ছুঁয়ে থাকে ওষ্ঠ তোমার।
তোমাকে পাওয়ার বড় আশা
এখনো সাম্পানে তোলা পাল,
তবু আমি নাগ ছুঁয়ে বাঁচি
মনে আশা তোমাতে ডোবার।
আজকাল করি অনুভব
জীবন আগের মত নয়,
প্রগলভ সকাল বিকেল
আর তো আনো না সাজিয়ে।
জড়ালে কখন যেন তুমি
সফেদ চাদরে সংশয়,
উষ্ণ সোনালী দিনগুলো
কখন গেল যে হারিয়ে।
তোমায় ধরতে চাই মনে
অকারনে শীত জেগে থাকে,
কাছে থাকি বড় বেশী কাছে
তবুও থাকো না আশপাশ।
পাতাঝরা কাল বুঝি এল
জীবনপথের আঁকে বাঁকে,
তোমার আমার মাঝে শুধু
আজ কোন সর্পের বাস।