. শিরদাঁড়া অতি বিষম বস্তু, কর্মে চমৎকার,
অস্থি চক্র, ঈষৎ বক্র জুড়িয়া গঠন যার।
রাজপথ ইহা স্নায়ু কণিকার সংযোগ করে দেহ,
ইহারই সুবাদে করিতেছে কাজ রক্ত মজ্জা স্নেহ।
পৃথিবী মাঝারে ভূমি বা পাথারে মেরুদন্ডই মূল,
অবর্তমানে বিকাশ বিতানে কেমনে ফুটিত ফুল।
মানব জাতি তো শিরদাঁড়াময় উহাতে সকল বল,
না থাকিলে দাঁড়া শির নহে খাড়া সভ্যতাই অচল।
তবে আজিকাল ধরিত্রী হাল নহে মোটে সুখসার,
মনুষ্য জাতি বুঝি রাতারাতি বিবর্তনের দ্বার।
নতুন প্রজাতি ভরিছে সমাজে দেখিতে মানব লাগে,
চলনে বলনে ভাবে বিনোদনে সাদৃস্যই জাগে।
উচ্চাকাঙ্ক্ষী ইহারা বড়ই চড়ে সমাজের সিঁড়ি,
রাজনেতা হন করেন শাসন মোরা ধনে প্রাণে মরি।
মনুষ্যরূপী এই মানবেরে চেনাটা কঠিন ভাই,
অস্থি সমূহু স্থিত নিজস্থানে শিরদাঁড়াটাই নাই।।