. পাল্টে গেছি আমি আর বদলে গেছিস তুই,
ছুটছি আমি টাকার নেশায় তোর ভাগে রসুই।
মোটা দাগের দিনগুলো সব নিম ফ্যাকাসে রাত,
সাদামাটা দুপুর, রাতে মাছের ঝোল আর ভাত।
চোখের নিচে ব্যাগ ঝুলেছে মধ্য প্রদেশ ভারী,
একচোরা এই জীবন তবু লাগছে বারোয়ারী।
কোন বাঁকেতে হারিয়ে গেল কিশোর বেলার সুর,
মহুল ফুলের সুবাস ভরা বিষণ্ণ দুপুর।
উদাস হাওয়া অলস বিকেল সাঁঝ আঁধারের টান,
গভীর রাতে কোন সুদূরের সাঁওতালী সেই গান।
তুই তো তখন অষ্টাদশী মেঘ ভাসানো চুল,
আনমনা মন চলার পথে কতই হত ভুল।
হারিয়ে গেছে ফুরিয়ে গেছে কখন গেছে চুরি,
শাল পিয়ালের মায়াবী পথ বট গাছেরি ঝুরি।
তোর চুলে আর ঢেউ খেলে না নেই সে ঝিলিক চোখে,
বকুল গন্ধ আর জোটে না চলছে ফুলের বোকে।
সভ্য লোকের ভদ্র সমাজ ভদ্র মোরা তাই,
অসভ্যতার দিন সোনালী স্মৃতিতে হারাই।
আজকে বেবাক পাল্টে গেছি আমি এবং তুই,
ইঞ্চি মেপে মুচকি হাসি চোখেই তোকে ছুঁই।