. এক দুই তিন করে করে,
স্বপ্নের গজিয়ে ওঠে শান দেওয়া দাঁত আর নখ।
একদিন যা মখমলি ছিল, তাই আজ
রক্তাক্ত করে চলে আঁচড়ে কামড়ে।
শীতের চামড়ার মত খড়ি ওঠে ইচ্ছের গায়ে।
হারতে হারতে, দুর্ভাগ্যের শোরগোল
গায়েও লাগে না আর …
সিদ্ধান্ত নাও অবশেষে, ভালোবাসা অথবা বিশ্বাস,
পথের বাঁকেতে, আমি সেইমত নেব বিশ্রাম।
রূপকথার দাঁড়িপাল্লায় বিবেক বিক্রি করা,
আজো আমি রাজি নই তাতে।
শ্বেত কবুতর গায়ে যদি তির বেঁধে,
ভবিতব্যই জয়ী এই বার।
কিছু কিছু আগাছা বিষাক্ত জানি,
তাই বলে বুনোফুলে, বিষ কেন হবে?
মোক্ষ পাওয়ার পথে, মালা গাঁথাটাও জানা চাই।
আবর্জনার মত হৃদয় হাঁটকে চলা, আর যাই হোক
ভালোবাসা বলে কি ওটাকে?
আন্দাজে তীর ছুঁড়ে জোটে না কিছুই আজকাল
মাছেদের চোখগুলো বড় বেশী জীয়ন্ত যেন।
জটিল এ পৃথিবীতে অর্জুন বড়ই অসহায়,
তাই বুঝি স্বপ্নশেষে বুঁদ বুঁদ রক্তক্ষরণ
ভালোবাসা আজ কেন বড় বেশী নখদন্তময়।