. রক্তকোষে রক্তকোষে
অচিন দ্বীপের টান,
পাহাড় জূড়ে ধ্বস নেমেছে
হৃদ পাথারে বান।
সময় কাটে বাজার হাটে
মন অজানার ফাঁকে,
তারার চোখে চোখ রেখেছি
আঁধার রাতের বাঁকে।
ভাসছি ঢেউয়ে উথাল পাথাল
সীমার বাঁধনহারা,
পারিজাতের সুবাস বুকে
এ মন মাতোয়ারা।
সোনায় গড়া মন চেয়েছি
পরশ পাথর খুঁজে,
কৌতূহলের বাণ মেরেছি
সারকথা না বুঝে।
কূল ছাপানো ইচ্ছে বুকে
প্রাণ ছাপানো সুর,
মনের মাঝে কেমন বাজে
পথ ভোলা নূপুর।।