. দুই কুড়ি দশ হল,
হল নাতো মন্দ
মনেতে পঁচিশ আছি
নেই কোন সন্দ’।
খাসা আছি ভালো আছি
নেহি কোই চিন্তা
বয়স চিজটা কি
জানি কোন দিন তা?
এই দেখ আজকেই
হ্যাপি নিউ ইয়ারে
ছোটাব ফোয়ারা আজ
হুইস্কি ও বিয়ারে।
খাব খোলা আগুনেতে
ঝলসানো মুর্গি
ঝিন চাক গানে হবে
শাকিরার সুর কি?
দুলবে কোমর জেনো
রাত দশ বাজলেই
বয়স পালিয়ে যাবে
প্রাণ খুলে নাচলেই।
হিম রাত ওমদার
তরলিত আগুনে
হোক টলোমলো পা
গেলাসের রঙ্গিনে।
ঠিক রাত বারোটায়
ঢং ঢং ঘন্টা
নতুন বছর পেয়ে
তাজা হবে মনটা।
ফাটাফাটি হৈ চৈ
হবে খুব কলরব
কাটা হবে কেকখানা
হবে শুরু উৎসব।
আসুক ষোলর দিন
পনেরোকে টাটা বাই
হ্যাপি নিউ ইয়ারেতে
থেকো ভালো সব্বাই।
তার সাথে কানে কানে
দিয়ে যাই বার্তা
বয়েস নিক না পিছু,
দিয়ো নাকো পাত্তা।।