. যদিও মনের কোনে, অলস বিকেল যত
স্নান করে দুধেল হাওয়ায়,
পূত হয় রোদ্দুর ছুঁয়ে।
তবুও শহরে মোর রাত নামে কারফিউ নিয়ে।
কালিমাখা এক রাশ রাত,
নেমে আসে গুটি গুটি পায়
তার সাথে মিলেমিশে
হরবোলা কাল, গাঢ়তর হয় প্রতি পলে।
কিছু কিছু ছেঁড়া খোঁড়া স্বপ্নাবশেষ
পড়ে রয় হেথায় হোথায়।
অসতী রাতের মত
হরদম বদলায় বিবেকের রঙ
বিশ্বাস ভোল পাল্টায়।
কোথাও নিথর রাত, কোথাও প্রবীণ
কোথাও হিংস্র কত, কোথাও স্থবির।
কখনো প্রেমিকা রাত
কখনো বিরহী সেজে করে অভিনয়।
রঙ মাখা মুখ নিয়ে কিছু কিছু রাত,
শিকারের খোঁজে চলে এ গলি সে গলি
মেটায় লোকের খিদে, ভুখাপেট ভরার তাগিদে।
পেঁচার ডানায় পড়ে থাকে কিছু রাত,
কিছু থাকে বাসী বিছানাতে।
কিছু রাত ভালোবাসা ময়
কিছু ফের এদিকে সেদিকে।
তবু কেন সব রাত গোপন ইচ্ছে রাখে মনে,
কেবল স্বপ্নে দেখে দুধেল বিকেল আর
পবিত্রতা রোদ্দুরছোঁয়া।।