আহা অবোধ কিশোর কিছু বোঝেনা তেমন,
ঘোরে রাতের বেলায় নিয়ে লুব্ধ নয়ন।
দেখে হিংস্র লাগুক তবু হিংস্র সে নয়,
নেয় অবহেলে প্রাণ মারে রডের গুঁতোয়।
জোর দৌড়য় বাস রেপ চলে রাতভর,
আহা না বুঝে করেছে ওতো অবোধ কিশোর।
হোক পশুর অধম হোক নরকের পোক,
দেখে জাগুক ঘৃণা তবু সে যে নাবালক।
জোটে সরকারী ঘর বড় আদর যতন,
নেই চিন্তা খাওয়ার নেই কোন টেনশন।
সবে তিনটি বছর যায় চোখের পলকে,
পাবে নতুন জীবন ভুলে যাবে সব লোকে।
দেখ কচি ছেলেখানা, নয় করেছে সে ভু্ল,
মানি খুনই করেছে, হোক অপরাধী মূল।
তবু দয়া মায়া ময় এই দেশের আইন,
দেয় সেলাই মেশিন বাছা সুখে কাটা দিন।
যত কেঁদেই ভাসাক বাবা মায়েদের দল,
ন্যায় সবার ওপরে ডেমোক্রেসি উজ্জ্বল।
ঘোরে সকলের মাঝে আজ বুকটা ফুলিয়ে,
মুখে রক্তের স্বাদ মনে অপরাধ নিয়ে।
মোরা বাঁচি অসহায় শিখি অন্যায় সওয়া,
শুধু দেখি চোখ মেলে ফের মরে নির্ভয়া।।