. প্যাংলারামের চ্যাংড়া খুড়ো
করলো ভীষণ কান্ডটা,
মধ্যি রাতে চিৎকারেতে
চমকালো পাষন্ড টা।
চমকে পিলে ঢোঁকটা গিলে
দৌড়ে গিয়ে দেখনু কি,
চোখ দুটি লাল, ঘর্মে বেহাল
হস্ত মাথায় খুব দুখী।
শুধাই তারে ফ্যাঁকড়া কিরে
কিসের এত হাঙ্গামা,
খুব চেঁচালি ভয় দেখালি
গায়েও দেখি নেই জামা।
করলি সারা মাথায় পাড়া
হচ্ছেটা কি বলবি তো,
চোর এসেছে? সিঁধ কেটেছে?
তাই দেখে কি স্তম্ভিত?
ডাকাত নাকি? শুধায় কাকী,
দেয় নি তো রে দুয়েক ঘা?
কেমনে এল কোথায় গেল,
দলটা ছোট না বাঘা?
মাতাল মদন গন্ধ বদন,
শুধায়, নাকি দেখলি সাপ?
আমি বাপু সর্পে কাবু
হঠাত্ সে তার কি লাফঝাঁপ।
ভুবন কালা রিকশাওয়ালা
কইল তবে ভূকম্প?
বল না কাকা দিস না ঢাকা
করিস না আর বিলম্ব।
ফোকলা পিসী দোক্তা হাসি
বললে ওরে বলনা ভাই,
রেতের কালে চিল চেঁচালে
আমরা কি আর শান্তি পাই?
শুনলে পুরো, চ্যাংড়া খুড়ো
বলল আরে অমন না,
ছোট্ট ব্যাপার ছাড়ুন এবার,
যান ঘরেতে ঘুমোন না।
পায়জামাতে নিশুত রাতে
ঢুকলো দুটো আরশোলা,
ঘুমের ঘোরে চেঁচিয়ে জোরে,
ধপাস ভুঁইয়ে ঠ্যাং তোলা।।