. আবার কখন যেন, খোলশ ছাড়ার কাল
এসেছে ঘনিয়ে।
মাঝে মাঝে এই হয়,
হিমেল সমর্পণে, সরীসৃপ হই, সমাহিত।
অন্তর্বর্তী কয়েক সকাল,
হার মেনে পার হওয়া বড়ই কঠিন।
অজস্র বেদনার সাঁকো,
জুড়ে চলে সময়ের স্থলিত একক।
জীবনের ধূপছাঁও
গায়ে তো লাগে না আর কথায় কথায়।
শীতল রক্তের ঘায়ে
শীতল হৃদয় কবে দিয়েছে জবাব
চলে যাই চলে যাই আঁকা বাঁকা
পথঘাট বুকে হেঁটে হেঁটে।
একা একা করে চলি স্তব্ধতার ব্যবচ্ছেদ
ঘোর মনো্যোগে।
জোড়াতালি দিতে হয়,
ভাগ বাটোয়ারা হওয়া অস্তিত্ব আপন
সামনে শীতের রাত,
হিমঘর মনে আসে খালি।
সহস্র গ্রন্থির মাঝে চিরন্তন ক্লান্তির কোরাস।
ভালোবাসার প্রতিশব্দ খুঁজে,
কেটেছে জীবনকাল।
উষ্ণতার অভাবে, জিভ আজ তিন ফালি
ঘষা কাঁচ চোখ।
শরীর জানান দেয় খোলশ ছাড়ার কাল ফের আশে পাশে
তারপর? শুধু শীতঘুম... আর শীতঘুম...