.       সূর্যঃ
        সূর্যের মত উজ্জ্বল হতে চাও?
        জ্বালাও আপন সত্ত্বা, ত্যাগের আকাশে।

        জ্যোৎস্নাঃ
        ধারের জোছনা মাতাল রাতের মায়া,
        আসেনাতো বাড়ি, আড়িতে দেখায় হায়া।

        চাঁদঃ
        চাঁদপানা মুখ আর চাঁদিয়াল ঘুড়ি,
        হৃদমাঝে আলুঝালু ফের যায় উড়ি।

        সাগরঃ
        সাগরের তল ঠিক পাবো একদিন,
        তোমার মনের তল? কি দুঃসাহস!

        বেলাভূমিঃ
        শুয়ে থাকা, সময়ের ব্যাপ্তির মত,
        বেদনার ঢেউগুলো শুধুই চরণস্পর্শের নেশায়।

        তারাঃ
        মিটমিটে চোখ আর ঝিকমিকে হাসি,
        আঁধারে রূপের ছটা, রহস্য পিয়াসী।

        নদীঃ
        বাঁকের দহতে চোরা ঘূর্ণির নেশা,
        ডোবার আশায় যৌবন গেল পালায়ে।

        সময়ঃ
        নাইবা থাকবে যদি, এলে কেন?
        তোমার পরেও বহু প্রতীক্ষায় আছে।

        আগুনঃ
        লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠাই সার
        মনঃস্থির করো, জ্বলবে না জ্বালাবে?

        হাওয়াঃ
        কখনো সমীরন, দমবন্ধ গুমোট,
        কখনো কালবৈশাখী, কত আর নখরা সইব!!