.       জীবনটা আজ নতুন করে মুচকি হাসে
        সরিয়ে দিয়ে গোমড়া হাওয়ার একঘেয়েমি,
        হাতের মুঠোয় হাত ধরেছি শক্ত বাঁধন
        সামলে রাখিস আর কটা দিন এমনি করে।

        ফুস-মন্তর পালিয়ে গেলো বছর পঁচিশ
        একটা ছেলে বোকা, সরল একখানা মেয়ে,
        মফস্বলের আকাশ ভরা সুয্যি তারা
        শাল পিয়ালের মিষ্টি বাতাস বুকের মাঝে।

        স্বপ্ন এলো যখন যেমন তখন তেমন
        হাতের মুঠোয় থাকলো কিছু গেল চলে,
        একই আকাশ দুই মনেতে করছে নিবাস
        একটা মেঘই ভেজায় কেমন দুই জনাকে।

        পেছন ফিরে তাকাই যখন শুধুই মিঠে
        ভুলিয়ে দিলি তিক্ত যত মন্দ যত,
        দুই থেকে চার পরান এখন চারভাগেতে
        সবাই মিলে দিন চলে যায় রৌদ্র ছায়ে।

        রোজ সকালে নতুন করে জীবন হাসে
        সাঁঝের বেলায় বিদায় নিয়ে যায় পালিয়ে,
        দুজন মিলে আবার বাঁচি সূর্যোদয়ে
        আবার মাতি এই পৃথিবীর ঘূর্ণিঝড়ে।

        মিথ্যে ভেবে করবটা কি কাল কি হবে
        পঁচিশ বছর এমনি করেই কাটিয়ে দিলেম,
        ঠিক ভুলেরই অঙ্কগুলো যাক পালিয়ে
        রাখ বাঁচিয়ে সহজ মনের পাগলামোকে।


***   আজ আমার পঁচিশতম বিবাহবার্ষিকীতে আমার অর্ধাঙ্গিনীর উদ্দেশ্যে  ***