. ঝড়ের প্রতীক্ষায় এক বসে রই শুষ্ক নয়ন
প্রবল ভীষণ এক ঝড়।
চারিদিক হোক তছনছ, ভাঙ্গুক মনের ভয়
ডুবুক নদীর পার, চুরমার হোক অবিশ্বাস,
উড়ুক পুরনো রীতি, ছিঁড়ুক বাঁধন।
উল্টে পাল্টে যাক সমাজ ভঙ্গুর
যাক ধুয়েমুছে যত আবিলতা,
অনৈতিক বোঝাপড়া, দূষিত মানুষ।
আয় ধেয়ে বাঁধ ভাঙ্গা জল
হতে রাজি বানভাসি আজ
নাশ হোক যত অবক্ষয়
ভেঙ্গে যাক মিথ্যে আশ্বাস।
ঝড় শেষ হলে,
নরম উর্বর পলিমাটি
আদিগন্ত ছেয়ে রবে সবুজে সবুজ।
রুইব সোনালী ধান, কাদামাটি মেখে
পেলব জমিন পরে আঁকবো তোমার মুখ।
আবার শিখব ভালোবাসা।
গড়ব দুনিয়াটাকে আবার আপন হাতে
তিল তিল করে।
আবার বাজাবো আমি পাঞ্চজন্য
রক্তিম ভোরে।
এবার মানুষ হবো ঠিক।