. আমার চলার পথে,
হঠাত করে তোর রূপেরই ছটা,
চোখ ধাঁধিয়ে মাতাল করে ছিল,
পাগল হৃদয়, প্রেমের ঘনঘটা।
আমার চলার পথে।
তোকে দেখার আশায়,
পথ ভুলে যাই তোর পাড়াতে রোজই,
তোর বাড়িটার সামনে আনা গোনা,
কোথায় যে তুই, আড়নয়নে খুঁজি।
তোকে দেখার আশায়।
তুই হাসলি কেন,
হাসিতে হার মানল মোনালিসা,
সূর্য দিল দ্বিগুণ তেজে আলো,
দুধ সাগরে ডুবল আঁধার নিশা।
তুই হাসলি কেন।
তুই সামনে এলি,
জাগলো মনে ঝিলিক দেওয়া আলো,
এই দুনিয়ার একাই আমি রাজা,
বাসবো তোকে সবার চেয়ে ভালো।
তুই সামনে এলি।
তোর স্পর্শ পেলাম,
পেলাম সে এক মন খারাপের সাঁঝে,
মনটা ছিল রঙিন হওয়ার কথা,
অবাক করে রঙিন হল না যে!
তোর স্পর্শ পেলাম।
বোধ হয় এমনটা হয়,
চেনার পরে সব অজানাই শেষ,
পথ ফুরোলে যায় ফুরিয়ে মজা,
ভেতর মনে, মন খারাপের রেশ।
বোধ হয় এমনটা হয়।।