. এক টানেতে দুই টানেতে
তিন টানেতে ভো-কাট্টা,
ওড়ার আশায় লাট খেয়েছিস
সামলে রাখিস দোপাট্টা।
মোড়ের চাতাল উলটে মাতাল
কাঁদছে দুখে হাপুস চোখ,
ফাইভ স্টারে রাত দুপুরে
অট্টহাসে নেশায় লোক।
এক পেয়ালা দুই পেয়ালা
তিন পেয়ালা গরম চা,
দেশটা গেছে জাহান্নামে
তুইও বেটা বিদেশ যা।
দিন গুগলে রাত গুগলে
খোঁজ গুগলে জীবনটাই,
তিন পয়সায় হামবড়া ভাব
তিন পিস আর গলার টাই।
এক যুবতী দুই যুবতী
তিন যুবতী মন্দমন,
গাঁয়ের দাদা হোঁৎকা গাধা
কাপড় টানা দুঃশাসন।
দেখবি পিছে ভাববি পিছে
বুক ফোলানো ধুন্ধুমার,
বঙ্গদেশের স্বর্ণ অতীত
সামনে খালি অন্ধকার।
এক যে বাদী দুই বিবাদী
তিন তামাদি সকল দায়,
দেখতে শুধু চাও যা দেখ
দেখবে নাকো ডাইনে বায়।
মস্ত রকেট বেশ তো রকেট
ভেজ দো রকেট মঙ্গলে,
ফুটপাতে ঐ ন্যাংটো শিশু
চুষছে জীবন আঙ্গুলে।
এক টানেতে দুই টানেতে
তিন টানেতে ভো-কাট্টা,
ধুঁকছে সমাজ ঢুলছে সমাজ
জাগবে কবে ইমানটা?