. চাইছি না তা হচ্ছে কেন
হচ্ছে না যা চাইছি ভাই,
ছন্নছাড়া নিয়ম কানুন
এই দুনিয়ার যাচ্ছেতাই।
কিই বা হোত গ্রীষ্মকালে
মিলিয়ে দিলে শীত দুপুর,
কনকনে ঐ শীতের রাতে
হল্কা হাওয়া তুলত সুর।
খিদের সময় নয়ত পেত
রোজ দু’বেলা কবিতা,
দুঃখ কষ্ট বিদায় নিত
কইত অসুখ আলবিদা।
রাগ হলে গান গাইত সবাই
ধরত ধোঁকায় রং তুলি,
ঝগড়া হিংসে পেছন পাড়ায়
খেলত প্রেমের ডাংগুলি।
পুলিশ গুলো ভাঁজতো গজল
ওপর পানে মুখ তুলে,
চলত যত বাহন টাহন
জল গিলে আর ধূম ভুলে।
রাজনীতিতে থাকত নীতি
রাজাই হত প্রজার দাস,
খুন জখম আর মারদাঙ্গা সব
করতে যেত নরকবাস।
হয় না কেন বলতে পারো
এমন ধারা দুনিয়াটা,
সবাই হত আম্বানি নয়
বিড়লা হত বা টাটা।
দেখছো কেন অমন করে
ভাবছো এ কোন খাঞ্জা খাঁ,
দিব্যি কেটে বলছি শোন
খাইনি মোটেই গঞ্জিকা।।