বড় দোটানায় আছি...
তোমার স্বেদাক্ত কুন্তল ছুঁয়ে,
পবিত্র নিস্পাপ মিঠে হাসি,
হৃদয়ের খুব কাছাকাছি – প্রেম আর পরকীয়া নিয়ে,
বড় দোটানায় আছি...
অবাধ্য পথের মোড়,
চলমান সময়ের সোজা রাস্তাতে,
হঠাৎ সিদ্ধান্ত চায় আসি—আচমকা অচেনায় দিশা পালটানো,
বড় দোটানায় আছি...
বড়ই অবিন্যস্ত কালের খবর,
ভাগ্যের ভয়েতে জড়সড়,
যদিও জ্যোতিষী সেজে বাঁচি- দুরু দুরু বুকে ভয় নিয়ে,
বড় দোটানায় আছি...
নিরামিষ ভালো থাকা নাকি,
রঙ্গীন খারাপে নেচে যাওয়া,
কেমন জীবন নিই বাছি- ঝুঁকির আফিম নাকি উপবাস,
বড় দোটানায় আছি...
সূর্যের আলো নয় চাঁদের জোছনা,
কেমন উজালা চায় প্রাণ,
আমি তো দুটোই ভালোবাসি— ছাড়ি কাকে রাখি কাকে বুকে,
বড় দোটানায় আছি...
অনেক করেছ দেরি গোলাপের ফুল,
ফোটার সময় গেছে চলে,
আজ তো কাঁটার রেশ প্রাণেতে ধরেছি—বিদায়ের বেদনায় আজ,
বড় দোটানায় আছি...
বিকেলের ভাঙ্গা হাটে,
ধুলি ধুসরিত পথে,
জীবনের ভুল বোঝাবুঝি—সাদা কালো সময়ের মাঝে,
বড় দোটানায় আছি...