. তুই তো খোকা বাইরে থাকিস
বুঝবি না তুই হিসাব নিকাশ,
হোক না ও তোর স্কুলের সাথী
এখন এ গ্রাম এপাশ ওপাশ।
গ্রামের ভেতর দুই দিকেতে
রোদটা ওঠে দুই রঙেরই,
কোথাও যেন সবজে মতন
কোথাও আবার লালচে ভারি।
জানিস খোকা, ইদিক উদিক
চাইতে গেলেও চিন্তা মোদের,
নজর গেল কোন দিকেতে
এদিক আমার সেদিক ওদের।
একই দিঘীর দুই কিনারে
জলের স্বাদটা ভিন্ন প্রকার,
অন্য পারের জল ছুঁলে ভাই
দেখতে হবে যমের দুয়ার।
রাতের বেলা আঁধার কোণে
লম্ফ জেলে সালিশ বসে,
বাঁচা মরার লিস্টি বানায়
আয়ুর হিসেব এরাই কষে।
ক্যাবলা বুড়ো মিনষে গুলো
ন্যাংটো বেলার বন্ধু যারা,
পার্টি এখন শেখায় তাদের
মিত্র কারা শত্রু কারা।
উঠতি ছেলে ছোকরার দল
দেখায় মেশিন, বোমের পেটি,
হেথায় খোকা শান্তি বড়
বাঁচাস যদি আপন ঘেঁটি।
রাম রাবণের দেশটা জুড়ে
রাবণ রাজা দিচ্ছে কামড়,
লুটছে সীতা প্রায় দিনেতেই
রামের গালে পুলিশ ঝাপড়।
দোষ অন্যায় ধরতে মানা
বলতে মানা হকের কথা,
চোখ কান মুখ বন্ধ রাখো
তোমার কেন মাথায় ব্যথা।
দেশটা কবে ভাগ হয়েছে
দুখঃ সে কেউ ভুলতে পারি?
হরেক গ্রামে দু দেশ এখন
তার কথা কে বলবে ভারি?
থাকবি সবে কয়েকটা দিন
সামলে নিজের মনটা রাখিস,
বুঝবি না তুই এসব কথা
তুই তো খোকা বাইরে থাকিস।