.       সত্যি সত্যি চরম সত্যি।
                        মিথ্যে বলছি নাকো,
        হেলায় পেরোবে দুর্গম পথ,
                        চড়ো মিথ্যের সাঁকো।

        মিথ্যের আজ বাড় বাড়ন্ত,
                        মিথ্যেয় চলে দেশ।
        যত ঝকমকে ঝুটের তুবড়ি,
                        লোকে তত বলে বেশ।

        মিথ্যে মিথ্যে কৃচ্ছ্রসাধন,
                        কাটুক জীবন আয়েসে।
        সত্য কথনে ডাল ভাত খাবে,
                        মিথ্যেতে রবে পায়েশে।

        দাপুটে মিথ্যে করে যায় রাজ,
                        থাকে সরকারি প্রাসাদে।
        সত্যি বেচারি গরিব চাষার
                        ভাঙা কুঁড়েঘরে ফ্যাসাদে।

        মিথ্যেরা সব বড়ই রঙ্গিন,
                        খেতে লাগে মালপোয়া রে।
        সত্যিটা জেনো কর্কশ খুবি,
                        দেখতে আবার চোয়াড়ে।

        মিথ্যেরা থাকে ঠান্ডা ঘরেতে,
                        সাজায় মিথ্যে আমলা।
        মিথ্যে স্বপ্ন দেখায় নেতায়,
                        মিছিমিছি করে মামলা।

        হাসিটা মিথ্যে, মিথ্যে কান্না
                        নয় সে বেচারা নেহাতই।
        সত্যিটা দেখো মিথ্যের মাঝে,
                        লাগে একদমই দেহাতি।

        তাই বলে মনে ভেবো না আবার,
                        সত্যের নেই কোন দাম।
        সাজদা, পূজায় আর প্রেয়ারেতে,
                        লেখা শুধু সত্যেরি নাম।

        মিথ্যেতে বড় অমানুষ গড়ে,
                        মানুষ বানায় সত্য।
        অশান্তিময় মিথ্যে জীবন,
                        সত্যে শান্তি নিত্য।

        সত্যিটা চির সত্যিই থাকে,
                        রুঢ় বাস্তব তবুও,
        মিথ্যার বড় চমক দমক,
                        জিতবে না জেনো কভুও।

        মিথ্যের গেয়ে গুনগান ফের
                        সত্যিতে এত ভক্তি?
        আরো একবার মন দিয়ে ভাই
                        পড়ো গে প্রথম পঙক্তি।।


*** কবিতাটি শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুলের "সত্য মিথ্যা দ্বন্দ্ব" কবিতার থেকে অনুপ্রাণিত হয়ে এবং স্বয়ং প্রিয় কবির অনুরোধে লেখা। কবিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ***