. তেরাত্তির লুকোচুরি করে,
শালুক শালুক যত শব্দের পরী,
অবশেষে ধরা দেয় নিম ভালোবেসে।
অপাঙ্গে হাসে মিটি মিটি।
থিতু হয়ে এলে,
বলে এক নাম খুঁজে আনো তবে।
নামেই তো জেনো পরিচয়!
কেউ বলে খোলা বাতায়ন দাও নাম।
যখনই দেখবে খোলা,
বহতা জীবন দেখ দুই চোখ মেলে।
ছায়াছবি সম চলমান।
আবার কেউ বা বলে
সিংহদুয়ার রাখো তবে।
আসা যাওয়া, সুখ দুখ বোধ,
উদাস উদাস ভাব শিখেছো তো বেশ ভালো
দরোজারই থেকে।
আয়না বা দর্পণ দিলে
মন্দ কি হয়? বলি আমি।
তিনদিন ধরে, ওতেই তো দেখলাম
আপন দুর্বলতা, লজ্জা, গোপন কথা
দুনিয়া লুকনো যত পাপ।
ক্রমাগত আত্মাকে আঁচড়িয়ে চলা
উলটে পালটে আর
ভেঙ্গে চুরে দেখা বার বার।
সবকিছু ঠিকঠাক প্রায়।
যতিচিহ্নগুলো
আচমকা ফের হানা দেয়।
সদর্পে সব কিছু চুরমার করে।
এলোমেলো করে চলে যায়,
হাসিমুখে বিদায় জানিয়ে।
ইচ্ছে যতই থাক, সবাই কি পারে কবি হতে?