. দুনিয়াটা আজকের
ফাটাফাটি চলছে,
ঝাড় খেয়ে ফুটি ফাটা
মানুষের কলজে।
আজ কাল পৃথিবীতে
ফাটন্ত সব কুছ,
ফাটিয়ে ঢপের ঠোঙা
পাকাও আপনা মুছ।
দুঃখতে চোখ ফাটে
আর ফাটে বুকটা,
ফাটিয়ে লোকের মান
আসে কত সুখটা।
কড়া রোদে চাঁদি ফাটে
খরা করে ছারখার,
শুখা জমি ফাটে সাথে
চাষিদের ঘরবার।
পেট ফাটে হেসে দেখে
নেতাদের কান্ড,
একই থালি চাটে যত
অকাল কুষ্মাণ্ড।
ফাটিয়ে ভাষণ ঝাড়ে
দাদাগিরি ফাটিয়ে,
ভয়ে ফাটে জনগণ
আসে সব ঝাঁটিয়ে।
দাদা ফাটে ফুলে ফেঁপে
দিদি ফেটে চমকায়,
বেশী ঝেড়ে ধরা পড়ে
কেউ ফাটে শঙ্কায়।
চোখ ফেটে জল আসে
হাল দেখে দেশটার,
পেট ভরে খাওয়া নেই
জল নেই তেষ্টার।
বিহারে ইলেকশন,
আলু ফিতে কাটছে,
দিল্লীতে দেখ খুঁজে
কার কিযে ফাটছে।
ফাটাফাটি দুনিয়ার
ফাটাফাটি গল্প,
ফাটছে জবরদস্ত
নয় মোটে অল্প।
দেওয়ালীর বোম গুলো
জিভ কাটে লজ্জায়,
ফেটো রোগ ভরে আছে
মানুষেরই মজ্জায়।।