. বয়েস হোল দুই কুড়ি দশ
তাতে হোল কি?
মনের বয়েস আধাই রেখে
দেয়াল দিয়েছি।
বন্ধুরা সব ভোমলে গেছে
বুড়িয়ে গেছে সব,
তুলসীমালা কন্ঠে ধারণ
সকাল সন্ধ্যে জপ।
আমি আছি বিনদাস ভাই
যেমন ছিলাম আগে,
চলছে জীবন মার-কাটারি
বেজায় জোরে ভাগে।
দিনটা কাটে কাজের চাপে
সন্ধেটা যায় প্রেমে,
নিত্য নতুন ফন্দি ফিকির
ঘরবালী যায় ঘেমে।
প্রেমটা আবার ওনার সাথেই
পারেন না তো সইতে,
“নাও না খুঁজে আর কাউকে
বয়েস খানা রইতে”।
রাতের বেলায় দুই পাত্তর
পড়লে আগুন পেটে,
আরব দেশের নবাবজাদা
দাঁড়ায় আমার গেটে।
ঘুমের ঘোরে স্বপ্নে আসে
কতই সুন্দরী,
হেমা জয়া জিনত আমন
জুহি মাধুরী।
গিন্নী বলেন ভীমরতি আর
সবাই বলে ক্ষ্যাপা,
সামলানোটা আমায় জানি
সত্যি বেজায় হ্যাপা।
সে যাই বলো আছি ভালোই
বাঁচছি নিজের শর্তে,
এমনি করেই যাক কেটে নয়
যে কটা দিন মর্ত্যে।
বাঁচবো আমি আমার মতোই
তোমার তাতে কি?
আর কোর না হিংসে বাপু
কোর না ছি ছি।