. কারণ জানার ইচ্ছে বহু কাল পেয়েছিল হ্রাস,
প্রশ্নকে গিলে খাওয়া কবুল করেছি বহু আগে।
মন খারাপের রাহু এখনো সময়ে করে গ্রাস,
যাপিত জীবন আজ স্বপনের রূপকথা লাগে।
না জানার অভিলাষা যাতনার নীরবতা সয়,
পরা-চেতনার কিছু আলপনা বুকে এঁকে রাখি।
হয়তো লাগেনি ভালো নয়তো তেমন কিছু নয়,
তবুও তৃষিত মন যেন হয় নিশাচর পাখি।
গলায় রুমাল বেঁধে পান খেয়ে অধিকার ঘোরে,
কতই না দাদাগিরি বিকোয় পশরা রূপে আজ।
অনাহুত অবিচার অযাচিতে বাঁধে বাহু ডোরে,
আজকাল অতীতের বেশী বুঝি নেই কোন কাজ।
বেশ তো শিখিয়েছিলে অবহেলা অবহেলা খেলা,
ভিখারি বিবেক দুখী দয়ালু হাসির দান নিয়ে।
বরফ শীতল রাতে আচানক ভেঙ্গে যায় মেলা,
বড়ই মধুর হাতে, খেলেছিলে সাদা মন নিয়ে।
হয় তো এমন হয়, হয় তো জীবন এরি নাম,
মনের সওদা হলে চুকাতেই হয় তার দাম।