.       মান বাঁচিয়ে খুঁজছি ডেরা ভাবছি পাব কূল,
        বসত করে ঠাহর হল, ঠিকানাটাই ভুল।
        সেই ভুলেরই মাশুল দিয়ে করছি জীবন ক্ষয়,
        কারে দেখাই মনটা খুলে কাঁদছে এ হৃদয়।

        খুঁজতেছিলেম চারটি দেয়াল একটি ছাদের বাসা,
        দুই দরজা চার জানালা কাটবে জীবন খাসা।
        এক দরজা বরণ করে আরেকটি বিদায়,
        আসা যাওয়ার সময় সেটা উপরওয়ালার দায়।

        চার জানালায় চারটি প্রহর কাটবে অনায়াসে,
        জীবন কালের চারটি বেলা থাকবে প্রভু পাশে।
        ঘরের সামনে তুলসী মঞ্চ সন্ধ্যাপ্রদীপ জ্বালা,
        ধূপ গুগগুল পবিত্র বাস সঙ্গে পুজোর মালা।

        ভালোবাসার দু-মুঠ অন্ন সঙ্গে প্রেমের জল,
        আনন্দেতে জীবন যাবে আর কিবা চাই বল।
        এমন ভেবেই খুঁজতেছিলেম বসতবাটি খানি,
        কপালফেরে আসবো হেথা তাও কি আমি জানি?

        স্বাচ্ছন্দ্যে কাটছে দিবস আরাম আছে ভারি,
        ভাত ব্যঞ্জন আছে অনেক বিলাস কাঁড়ি কাঁড়ি।
        জানালাগুলো বন্ধ রেখে জ্বালাই মেকি আলো,
        চমক দমক বেজায় দেখ হয়না কভু কালো।

        সবি আছে নাই তো তবু প্রাণের ছোঁয়া হায়,
        ভালোবাসা করল আড়ি প্রেম গেছে পালায়।
        থাকবো না আর এই বাসাতে যাবোই এবার ছাড়ি,
        ঠিক ঠিকানা খুঁজব এবার, এ নয় আমার বাড়ি।।



** এই কবিতাটি আসরের সবার প্রিয় কবি শ্রদ্ধেয় অনিরুদ্ধ বুলবুলের লেখা "ভুল ঠিকানার সন্ধান" কবিতাটি থেকে অনুপ্রাণিত। কবিকে জানাই কৃতজ্ঞতা।