. চলছে হাওয়া মন খারাপের,
চলছে হাওয়া সকাল রাত
মেঘ গুলো সব কাঁদছে যেন
মন খারাপের বৃষ্টিপাত।
ফুলের বাসে আনমনা মন
উদাস ফিকে হচ্ছে দিল,
সব কিছুতেই বিষণ্ণতা
স্বচ্ছ হৃদয় ঘোর আবিল।
উদাস করা ভাটিয়ালি
ধরছে উদাস সুরের টান,
টান পড়েছে মনের কোনায়
করছে খাঁ খাঁ হৃদয় খান।
ভাল্লাগে না ভাল্লাগে না
এমনি করেই কাটছে দিন,
ভাল্লাগে না ঠাট্টা মজাক,
ভাল্লাগে না মন রঙ্গীন।
মন খারাপের প্রেমের স্মৃতি
জ্বালায় কেন সব সময়,
এক আধ খানা পরকীয়া?
আর হোল না তার উপায়!
বিরক্তিতে কাটছে জীবন
চলছে গ্রহণ এ মনটার,
ঘোর লাগা এক বন্ধ্যা সময়
ঘোর লেগেছে জীবনটার।
লাগছে হোঁচট সব কিছুতে,
পাচ্ছি ব্যথা ডাইনে বাঁয়,
দুষছি কখন নিজের কপাল
পাচ্ছি যে দোষ সময়টায়।
মন খারাপের কবল থেকে
খুঁজছি শুধুই পরিত্রাণ,
হাসবো আবার অট্টহাসি
খুঁজছি কেবল সেই বিধান।
হচ্ছে কেন মনের এ হাল
কেউ আমাকে বলবে কি?
অবুঝ মনে ভাবছি কেবল
ঢালছি শুধু ভস্মে ঘি…