. ভাবছি আমি জাগছি নাকি দেখছি ভয়াল স্বপ্ন এক,
এলাম শেষে কোন সে দেশে গায়ের জোরেই চলছে দেখ।
শূন্য মহাশূন্য আজি বুকের ভেতর বাস করে,
রক্তমাখা পাগলামো আজ দুনিয়া জুড়ে রাজ করে।
আমার আমি তোমার তুমি
আমার আমি চমৎকার,
আমার আমি সর্ব শ্রেষ্ঠ
বুঝতে শেখো তফাত তার।
তোমার দেখি বড়ই সাহস
আমার কথায় রাগ করো,
মানলে কথা বাঁচবে তুমি,
নইলে গুনাহগার ভরো।
শুনলে আমার মনের কথা,
মরলে যাবি স্বর্গতে,
মানবি না তা, মর তাহলে,
পালিয়ে যাবি কোনপথে।
পোশাক আশাক খাবার দাবার
বলবো আমি ঠিক বেঠিক,
বলব যাহা লিখবে তাহা
নইলে জানাই তোমায় ধিক।
করবো জেনো তোমার ভালো
চাও তুমি বা না-চাও ভাই,
দায় দুনিয়ার মোদের কাঁধে
মানতেই হবে উপায় নাই।
এমনধারা চলছে হাওয়া ভরছে মনে হিংসা দ্বেষ,
পার পাবে না মুখ লুকিয়ে, যতই ভাবো চলছে বেশ।
রক্তমেখে প্রার্থনাতে কেমনে বিধির মন গলে,
মানবতা মরছে দেখ, মরছে দেখ পলে পলে।।