এই আজকাল,
অগুনতি ভয়ের আভাস,
অহরহ চমকায় আমাকে।
মিছিমিছি করি ভাণ সাহসী সাজার,
মনটা যদিও রাম ভীতু।
হয়েছে অনেক কাল, তবুও হল না রপ্ত
শহুরে হওয়ার অভিনয়।
দিবা নিশি ভয়ের দাপটে,
চোখ হয় ছানাবড়া, গায়ে কাঁটা দেয়,
থর থর কাঁপে বুক।
ভয় শুধু ভয়,
অনিশ্চিত জীবনের ভয়,
ছেলে মেয়ের পড়াশুনো,
গিন্নীর গেঁটেবাত, বিজলীর বিল,
এমনকি কাজের মেয়ের ছুটি,
তাও তো ভয়ের।
টিভির খবরওয়ালা, সেই বলো কম কিসে?
একেকটা খবরের ভয়,
হরর শোয়ের চেয়ে কম বুঝি?
এনাদেরই ভয়ে নাকি,
সন্ন্যেসী হয়ে গেল রামসে ব্রাদার্স।
মশা মাছিদের ভয়?
তাও কম নয়।
অবাধে ছড়িয়ে চলে
কতই জীবাণু জানি বিকট ভয়াল।
ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া,
আরো নাকি কত কিছু।
তারপরো ছাড় নেই,
বাতাসেতে কালো ধোঁয়া,
জলেতে আর্সেনিক, খাবারে কীটনাশক,
পালাবে কোথায়?
রাজনেতা, তোলাবাজ, সিন্ডিকেটের কথা,
বলে আর কাজ নেই, থাক চেপে যাই!
মাঝে মাঝে বড়ই অবাক হয়ে ভাবি,
এত সব ভয় নিয়ে বেঁচে থাকা পৃথিবীতে
এও কি যথেষ্ট নয়?