. মেমসাব ও মেমসাব…
মাখন মাখন গাল,
দেখে বুক উত্তাল।
হাতে আছে সিগারেট,
মুখে চাঁছা গালাগাল।
জানো তুমি সব কিছু,
ইংরেজী চোস্ত।
দরকার মতো রোজ,
পালটাও দোস্তও।
সামলাও সব কিছু,
ঘরে আর বাইরে।
কপিবুক বেঁচে থাকা,
তাহা ছাড়া নাইরে।
জীবনটা বুঝে গেছ,
জলবত তরলং।
ম্যানেজ করাই সব,
বেবি তুমি মড বং।
যাহা চাই তাহা চাই,
একদম চাই তা।
হার মানা কি জিনিষ,
অভিধানে নেই তা।
নীড বেসড রিলেসনে,
বিশ্বাসী মনটা।
হৃদয় দেখনা দেখ,
ব্যাঙ্ক একাউন্টটা।
গুগলিত দুনিয়াটা,
অন লাইন ডেটা-সে।
জীবন গুটিয়ে গেছে,
ফেসবুক স্ট্যাটাসে।
আজকের পৃথিবীতে,
সঠিক তোমারি ভাব।
ড্যাম গুড, ক্যারি অন,
মেমসাব ও মেমসাব।
চুপি চুপি বলে যাই,
দুটি কথা শোন মেয়ে।
জীবনের রাজপথে,
কেবলই চলেছ ধেয়ে।
একবার থেমে দেখ,
জীবনের কলতান।
সোনালি রোদের ছোঁয়া,
সবুজের জয়গান।
ঝর্ণার কুলুকুলু,
শ্রাবনের ঝম ঝম।
আকুলি বিকুলি নদী,
পাখিদের সরগম।
আসল পৃথিবী জেনো,
ছেয়ে আছে এখানে।
প্রকৃতি শেখায় হেথা,
জীবনের কি মানে।
হৃদয়ের ভাষাটাই,
জেনো সারবত্তা।
লালন কোর গো মনে
মানবিক সত্তা।।