. কবি হওয়ার সাধ জেগেছে,
করছি আজ কবুল।
প্যাঁচ পয়জার কষছি বেকার,
হচ্ছে শুধুই ভুল।
লিখতে বসা কবির ভাষা,
ভাবছো যাতা কাজ?
ছন্দমিলের মন্দ যোগান,
পড়ছে মাথায় বাজ।
নাকের ডগায় চশমা ঝোলে,
হাতে শব্দকোষ।
সব বাঙ্গালিই কবি নাকি,
থাকে কাব্যদোষ!
এমন দোষের নাইকো বিধান,
যতই জ্যোতিষ ডাকো।
প্রেম বিরহ ভালোবাসার,
ছন্দ নিয়েই থাকো।
তাই তো দেখি আসর জুড়ে,
কতই কবির মেলা।
হরেক রকম বকম বকম,
শিখছি কাব্যখেলা।
স্বপ্নতে হই চেষ্টা-কবি,
নয় না-কবির হাঁড়ি।
কভু আবার তেলেল কবি,
তেল দিয়ে কাজ সারি।
স্বপ্নে লিখি দু-তিন পাতা,
পাঠক কুপোকাত।
কখন আবার তিন লাইনেই,
করছি আসর মাত।
স্বপ্নে লিখি ছন্দমিলে,
স্বপ্নে লিখি গদ্যে।
দেখছি স্বপন আবোল তাবোল,
লিখছি ভালোমন্দে।
কাব্য হাসায় কাব্য কাঁদায়,
কাব্য বানায় গাধা।
নিজের লেখাই বুঝতে গিয়ে,
মাথায় লাগে ধাঁধাঁ।
লিখব সনেট আখর গুনি,
আট ছয়েতে চোদ্দ।
মধুবাবুর পরে বুঝি,
এল আরেক দত্ত।
জ্ঞান হয়েছে অনেক খানি,
জ্ঞান হয়েছে খাসা।
কষ্ট শুধু লেখার সময়,
যায় হারিয়ে ভাষা।
লিখতে পারি সকল কিছু,
লিখতে গেলে নাই।
এ তো বড় বিষম জ্বালা,
করি কি উপায়??