. একঘেয়েমি, একঘেয়েমি,
একঘেয়েমির কাটছে না ঘোর।
একঘেয়েমি সকাল বিকাল,
একঘেয়েমি রাত্রি বা ভোর।
জীবন যেন ল্যাদ খেয়েছে,
চলছে সবই একই রকম।
হোক না কিছু নিত্য নতুন,
হৃদয়টা খুন মনটা জখম।
একঘেয়েমির বিষম হাওয়া,
খুব চলেছে রাস্তা ঘাটে।
মেয়ে গুলো সব চশমা পরা,
লাগছে একই চুলের ছাঁটে।
একঘেয়েমির মিছিল টিছিল,
একঘেয়েমির সেই হরতাল।
আগের রাতে বাজার করে,
আয়েশ করা বন্ধ সকাল।
একঘেয়েমি দুই রঙেতে,
একঘেয়েমি নেতার কথায়।
রঙ্গ রসের বঙ্গদেশে,
সসিবাবু চড়ল মাথায়।
একঘেয়েমি লালবাজারে,
একঘেয়েমি গড়িয়াহাটে।
একঘেয়েমি হাসপাতালে,
একঘেয়েমি শ্মশানঘাটে।
একঘেয়েমির টিভি চ্যানেল,
একঘেয়েমির টাল সিরিয়াল।
একঘেয়েমির সাস বহুতে,
লড়াই এবং শান্তি বহাল।
একঘেয়েমি ভালোবাসায়,
একঘেয়েমির প্রেম পিরীতি।
সুযোগ পেলেই বদলে ফেল,
এই সময়ের নতুন রীতি।
একঘেয়েমি বছর জুড়ে,
গরম বর্ষা শীতের কালে।
দুলকি চালে চলছে সময়,
একঘেয়েমির আস্তাবলে।
সকাল থেকে রাত্রি জুড়ে,
একঘেয়েমি খাচ্ছে মাথা।
হচ্ছে বড়ই অত্যাচার এ,
হচ্ছে খারাপ হচ্ছে যাতা।
ভাবছি এবার নামতে হবে,
একটা মহা আন্দোলনে।
একঘেয়েমির নিপাত করে,
পাগলা হাওয়া লাগুক মনে।