. আজ ভেবেছি মেঘ আকাশে,
রামধনু আর আঁকবো না।
রোদ ওঠানোর ঝুট ঝামেলায়,
আর তো আমি থাকবো না।
নাই বা আসুক দোখনে হাওয়া,
বয়েই গেছে আমার কি।
কৃষ্ণচূড়ার ফুল না ফুটুক,
নয় তো সেটা মোর ফাঁকি।
বইছে ঝর্না নীরব কেন,
কলকলানি শব্দ কই।
দোষটা তো এই নন্দ ঘোষের,
ভাবছ, কোথা পাচ্ছো থই!
আঁধার রাতে চাঁদ ওঠানো,
পূর্ণিমাকে নিমন্ত্রণ।
বর্ষা আনা গ্রীষ্মকালে,
হাঁপিয়ে গেলুম বিলক্ষণ।
যতই বল যতই ডাকো,
আর তো এসব করছি না।
করব এবার মস্ত কিছু,
কথার থেকে সরছি না।
এলাম দেখে কাল সকালে,
পেছন পাড়ার কয় শিশু।
ক্ষিদের জ্বালায় কাঁদছে কেমন,
প্যাংলা, ভোলা আর বিশু।
ভুলেই গেছে হাসির মজা,
পেট ভরাবার আনন্দ।
কাজ গিয়েছে বাবা মায়ের,
ঘরেতে চাল বাড়ন্ত।
করব ভাবি উপায় কিছু,
ভাবছি কিছু করব আজ।
দুস্থ লোকের পেট ভরানো,
নয়কো মোটেই সহজ কাজ।
তাই তো এমন কঠিন কাজেই,
কাটবো বাকি দিন গুনো।
ফালতু ওসব কাজের জন্য,
নাও খুঁজে লোক আর কোন।।