. পেরিয়ে এলেম স্বপনের এক পথ,
সকলের সাথে মিলেমিশে প্রাণ খুলে।
তেরো মাস ধরে ছোটে কবিতার রথ,
হয় অভিভূত পড়ে, নয় খুশী বলে।
শিখলাম কত জানলাম কত হেথা,
খুঁজে পেনু কত আপন স্বজন গুণী।
এ মন মাতালো কবিতার মাদকতা,
করেছে আসর চির জীবনের ঋণী।
এখনো সময় আরো অনেকটা বাকি,
হয়নি এখনো অবগাহনের শেষ।
কবিতার রসে রাত দিন মজে থাকি,
এ কেমন নেশা কভু কাটে নাকো রেশ।
কবিতা আজকে বাঁচার আরেক নাম,
হে আসর আজ জানাই মোর প্রণাম।।