. কখন আবার জানি ভেসে এল পেঁজাতুলো মেঘ,
আবার ফুটেছে কাশ, বাতাসেতে শিউলির ঘ্রাণ।
উদাসী স্মৃতির গোছা ধেয়ে এসে জানায় আবেগ,
ছেয়েছে খুশীর রেশ, তবু মনে জাগে অভিমান।
মাটির সুবাস মাখা এই প্রাণ কত কি হারায়,
ইট কাঠ পাথরেতে পড়ে বাঁধা এ শহর মাঝে।
ধানক্ষেতে নুয়ে থাকা সোনাঝরা শিষের ধারায়,
সোনালী সময় খালি চুপিচুপি এ হৃদয়ে বাজে।
পলকে বছর কাটে, দুদিনেই এ জীবন কাল,
ক্রমাগত বয়ে চলে বিসর্জন, আবাহন স্রোত।
কিছু ফুল ঝরে যায়, কিছু ফোটে সকাল বিকাল,
বহমান ভালোবাসা, সুখ আর দুখের পরত।
ম্লান হয় অভিমান, ফিকে হয় ধীরে স্মৃতি সব,
কয়েদী জীবনে বড় তাড়াহুড়ো কোথায় সময়।
পশ্চিমা দিগন্তে করে ঘরে ফেরা পাখি কলরব,
খুঁজে চলি তবু খুশী, খুঁজে চলি তবু বরাভয়।
আবার শরৎ এল, আবার এসেছে শারদীয়া,
আবার মেতেছে কাল খেলছে কেবল মন নিয়া।