. অনাদি অনন্ত কাল ধরে,
শত্রুর মুখে দিয়ে ছাই।
বেঁচে আছো এই ধরাতলে,
তুলনা তোমার কেউ নাই।
জলে স্থলে অন্তরীক্ষে,
অনায়াসে কর বিচরণ।
উড়ে যাও হেথা হোথা,
পাখি তবু নও বিলক্ষণ।
কত চেষ্টা, কত কষ্ট,
নির্মূল তোমাকে করার।
তবুও সদর্পে বাঁচো,
বিনা যুদ্ধে মানো নাতো হার।
তোমার কৃপায় খুইয়েছি,
এ সংসারে সকল সম্মান।
জায়া ভয় পায় নাকো,
আমার দেখলে যায় জান।
কতই টোটকা করি,
কত করি ওষুধের চাষ।
হয় না কিছুই শুধু,
জেগে থাকে মনে হাহুতাশ।
গিন্নীর লাথি গুঁতো,
থাপ্পরে কাজ কিছু হয়।
আমিতো পারিনা তাও,
দেখলেই জাগে প্রাণে ভয়।
সব কিছু পালটায়,
আমি রই সেই কাছা খোলা।
দেখে মোর বিভীষিকা,
গিন্নীর অরি আরশোলা।
কিচেনের অন্ধ গলিতে,
অক্লেশে আসা যাওয়া চলে।
স্প্রে, পেস্ট, ট্যাবলেট,
কর যে হজম অবহেলে।
মাইক্রোওয়েভ ফ্রিজ,
আছে যত বাসন কোসন।
দুর্গম দুরূহ স্থান,
কোথা নাই তোমার আসন।
যত ধন লাগিয়েছি,
মারবো তোমায় এই ভেবে।
জমালে সে সব কিছু,
হতাম যে জমিদার কবে।
তুমি অবিনাশ জানি,
যাবে না তোমায় কভু ভোলা।
যতই প্রয়াস করি
বেঁচে ঠিক রবে আরশোলা।।