. রেশে এল বেশে এল
দেশে এল পুজো রে,
করে প্রাণ আনচান
আনন্দ খুঁজো রে।
পড়া শোনা শোনো কিনা
রাখো তুলে তাকেতে,
কটা ড্রেস হবে বেশ
ভাব এই ফাঁকেতে।
প্রোগ্রাম দুমদাম
করো ঠিক এখনি,
হেথা হোথা যাবে কোথা
লিস্টিটা লেখ নি?
যাওয়া হবে খাওয়া হবে
রেস্টুরেন্টে,
ঘেমো রেশ ঢেকো বেশ
মিষ্টি সেন্টে।
ম্যাচ করো প্যাচ করো
বান্ধবী সঙ্গে,
রেখো ভরি টাকা কড়ি
দিন যাবে রঙ্গে।
ঝকমকে চকমকে
হবে খুব রোশনাই,
ছোটাছুটি লুটোপুটি
কারো যেন হুঁশ নাই।
নয়া নাও বদলাও
মোবাইল ফোনটা,
থ্রী জি চাই সাথে ভাই
নেবে সিম কোনটা।
সেলফিটা সেনোরিটা
সাথে ঠিক তোলা চাই,
প্যান্ডেলে প্যান্ডেলে
রাত ভর ঘোরা চাই।
সপ্তমী অষ্টমী
ঘোরা কার সাথেতে,
সকালে নবমী আর দশমী
যে রাতেতে।
বলি তাই শোন ভাই
কষে ফেল ছকটা,
দশ নয় পাঁচ নয়
পুজো সালে একটা।