. দুগ্গা মাগো দুগ্গা মাগো,
করছো কেন দেরী।
সইতে দেরী পারছি নাগো,
হচ্ছে বাড়াবাড়ি।
ফি বছর তো আগেই আসো,
এবার কেন লেট।
যায় পেরিয়ে আশ্বিন মাসও,
সব হোল গুবলেট।
কি যে হল বললে না তাই,
পাওনি টিকিট বুঝি?
রেলের কর্তা পিসেমশাই,
বললে দিতো খুঁজি!
এইদিকেতে কান্ড বটে,
ওয়েট করে করে।
শিউলিগুলো হাঁফিয়ে উঠে,
যাচ্ছে ঝরে ঝরে।
কাশফুলেরই মাঠে গিয়ে,
দেখে এলুম নিজে।
মনের দুঃখে যায় নেতিয়ে,
বৃষ্টি জলে ভিজে।
রাস্তা তোমার তাকিয়ে থাকি,
চতুর্দিকে খুঁজি।
শরত কালও দিচ্ছে ফাঁকি,
যায় পালিয়ে বুঝি।
বানায় ঠাকুর কুমোর কাকু,
নেইকো তারও তাড়া।
করতেছে মন হাঁকুপাকু,
যাচ্ছে সময় সারা।
নতুন জামা কাপড় গুলোর,
গন্ধ শুঁকে মরি।
মাগো জাগাও আশা আলোর,
আর কোর না দেরী।