. ও সাধের কৃষ্ণকলি,
তোর প্রেমেতে হলাম গাধা।
কেন যে তুই খিড়কি খুলি,
ঘাড় বাঁকিয়ে চাউনি দিলি,
আমি ম’লাম তুইও ম’লি,
চরিত্তিরে লাগল কাদা।
ও সাধের কৃষ্ণকলি,
তোর প্রেমেতে হলাম গাধা।
ও আমার দোলনচাঁপা,
ঠ্যাং ভেঙ্গেছে তোমার বাবা।
চোখ মেরেছি তোমায় দেখে,
রাবণ বাবা মারল ক্ষেপে,
লাঠির বাড়ি গুনে মেপে,
বাঁচায় শেষে পাড়ার ধোবা।
ও আমার দোলনচাঁপা,
মারের চোটে দেখছি ধাঁধা।
ও সাধের কৃষ্ণকলি,
তোর প্রেমেতে হলাম গাধা
ও আমার ফুলেল হাসি,
ঝাড়ল সেদিন তোমার দাদা।
আমি নাকি হাড় হাভাতে,
চালচুলোহীন সংসারেতে,
জুতোর ঘায়ে করবে সিধে,
রাম বেহায়া আমি হাঁদা।
ও আমার ফুলেল হাসি,
খেলাম তবু জল আর আদা।
ও সাধের কৃষ্ণকলি,
তোর প্রেমেতে হলাম গাধা
ও মেরি রামপিয়ারী,
ওরে মোর মনের রাধা।
একবার তাকা নয়ন তুলে,
বাবার নামই গেলাম ভুলে,
আরো কত কষ্ট স’লে,
পেরোব এই হাজার বাধা।
ও মেরি রামপিয়ারী,
হবি কবে আমার রাধা।
ও সাধের কৃষ্ণকলি,
তোর প্রেমেতে হলাম গাধা।