. শুরুটা বেশ শুরুর মতোই ছিল,
মধ্যিখানে হারিয়ে গেল খেই।
ভালো ছেলে আর হলো না হওয়া,
ইচ্ছেগুলো জাগল মনে যেই।
নিয়ম বাঁধা সকাল সন্ধ্যেবেলা,
করলো খেপে আঙ্গুল ছুঁয়ে আড়ি।
পাগল হাওয়ার দস্যু দামালখেলা,
শান্ত বাতাস আর আসে না বাড়ি।
লেজকাটা ওই মন্দ ভুলের খোকা,
বাঁধলো বাসা মনের গহিনেতে।
চার দেয়ালে লাগল না আর ভালো,
আকাশ ছোঁয়া খেলায় গেলাম মেতে।
ক্লান্তি আসে সন্ধ্যে আসে নেমে,
বেড়াই খুঁজে চার দেয়ালের সুখ।
আপন জন ও আপন মনের ছোঁয়া,
আপন মাটির গন্ধ খোঁজে বুক।
সারা জীবন ছুটছি হেথা হোথা,
আজকে হঠাত হোঁচট খেয়ে দেখি।
শুরুটা তো শুরুর মতই ছিল,
পথ ভুলে আজ এলাম কোথায় একি!!