. প্রবীন প্রেমের রূপরেখাটা,
বোঝা বড়ই দায়।
প্রেমের ধারা অন্তরেতে,
কইতে মুখ বাঁকায়।
দুঃখে সুখে পাশে পাশে,
কাটলো অনেক কাল।
চাউনিতে আর মুখের ভাবেই,
বোঝায় মনের হাল।
খিটখিটে ভাব সকল সময়,
ঝগড়াতে মশগুল।
দুই দন্ড ছাড়াছাড়ির,
করবে না তো ভুল।
কার যে কখন দরকার কি,
তীক্ষ দৃষ্টি তাতে।
রাত্তিরেতে চলবে রুটি,
দুপুর যাবে ভাতে।
কোমর ধরা, দিতে হবে
গরম ব্যাগের সেঁক।
গিন্নীর হয় বাতের ব্যথা,
হোমিওপ্যাথি নেক।
শোনায় কথা, "মরলে বাঁচি",
উলটো মনে ভাই।
"হে ভগবান ওনার আগে
আমিই যেন যাই"।
বুড়ো বুড়ির কথার মানে,
শক্ত বোঝা তাও।
আই লাভ ইউ বলতে বলে,
ওষুধ খেয়ে নাও।
মেয়েটা থাকে শ্বশুরবাড়ি,
বৌমা ছেলে কাজে।
ঝগড়া এবং খিটিরমিটির,
সদাই এদের মাঝে।
সারা জীবন কাটলো সাথে,
আর বেশীদিন নয়
সেটা বুঝেই ঝগড়া করে,
করতেছে দিনক্ষয়।
ভালোবাসার শক্ত বাঁধন,
রুক্ষতায় লুকোয় ।
প্রবীন প্রেমের অমৃত ধারা,
অন্তঃসলিলা বয়।।