. আবার কখনো যদি,
ছেঁড়া মেঘ রৌদ্রের ছোঁয়া,
করে কানাকানি।
আবীর আবীর সব স্মৃতি কথা,
হাতছানি দেয় ভালোবেসে।
চপলা ঝর্ণা হাসে কুলুকুলু রবে,
শিরীষের তলে,
রূপকথা ছায়া মেশা
প্রেম ভালোবাসা যত, করে ঢলাঢলি।
আবার কখনো যদি,
দু-একটা পরিযায়ী পাখি,
ডেকে ওঠে আচমকা
বুকের ভেতর।
ঘুম ভাঙা বিষণ্ণতা দুহাতে সরিয়ে,
সোনালী স্বপ্নের রেশে জাগে শিহরণ।
সাঁঝবাতি সুখগুলো
ফিরে ফিরে আসে,
সুর তোলে মনের গহিনে।
আবার কখনো যদি,
ফিরে দেখা তোমার পরশ,
মনকে স্থবির করে।
স্ফটিক স্ফটিক চোখ ধরে রাখে,
তোমার বিদায় ক্ষণ ছায়াছবি করে।
ধরে রাখে সেই কপটতা।
দুহাতে কুড়িয়ে রাখে
ঝরাফুল ভালোবাসা, বাঁচার রসদ।
আবার কখনো যদি,
আপনার মুখোমুখি বসে,
চাওয়া পাওয়া হিসেব নিকেশ।
ক্ষমার শিশিরে ফের ভেজা রাত
কাটে ব্যথা ভারে।
চড়ুই পাখির মতো শঙ্কার কিচির মিচির
মনকে বিবশ করে, করে বিহ্বল।
চোরকাঁটা স্মৃতি নিয়ে জাগি আমি,
আর জাগে ছায়া ভাঙ্গা রাত।
আবার কখনো যদি।