. জীবন সমুদ্দুর,
হাঁকপাঁক হুড়মুড়,
বিষয়ে আশয়ে মন ভারি।
তখন কবিতা করে আড়ি।
প্যাচপ্যাচে গরমেতে,
বাজারের থলে হাতে,
কাঁধের জোড়টা যায় ছাড়ি।
তখন কবিতা করে আড়ি।
আপিসের বড়বাবু,
কেবিনেতে করে কাবু,
ছোটায় গালির ফুলঝুড়ি।
তখন কবিতা করে আড়ি।
ফুটবল প্রান্তরে,
প্রিয়টিম যদি হারে,
বদন লুকিয়ে ফেরা বাড়ি।
তখন কবিতা করে আড়ি।
কলপ করেছি কেশে,
পরিপাটি বড় বেশে,
তবু “কাকু” ডাকে সুন্দরী।
তখন কবিতা করে আড়ি।
রাত জেগে লেখালেখি,
গিন্নীর রাগ সে কি,
ধমক, “কোর না বাড়াবাড়ি”।
তখন কবিতা করে আড়ি।
তবু হায় ভালোবাসা,
জীবন তোমারি ভাষা,
সাথি হও প্রাণের আমারি।
কবিতা কোর না কভু আড়ি।