. ও আমার আউল বাউল মন,
ও আমার পাগল ক্ষ্যাপা মন,
যায় উড়ে যায় মনোপাখি
ছিঁড়ে সব বাঁধন।
ও আমার আউল বাউল মন।
সাজলি রে সং সংসারেতে,
বাঁদর নাচে উঠলি মেতে,
প্রাণ জড়ালি ঘোর মায়াতে,
কাটলো রে জীবন।
ও আমার আউল বাউল মন
দেখায় আলো সুয্যি চন্দ্র,
চলছে তাতেই জীবন তন্ত্র,
যা খুঁজে নে মুক্তি মন্ত্র,
লাগবে নয় গ্রহণ।
ও আমার আউল বাউল মন।
বিচিত্র খেল ভবের মাঝে,
খেলছে মানুষ সকাল সাঁঝে,
জীবন হারায় মোহে লাজে,
সুখ দুখের ভুবন।
ও আমার আউল বাউল মন।
মায়ার ঘোরে কাটল বেলা,
হয় বুঝি শেষ ভবের খেলা,
জীবন রসের তিন পেয়ালা,
শেষ হল কখন।
ও আমার আউল বাউল মন।
জীবন পাথার অনেক গুঢ়,
ভেবেই নাকাল আমরা পুরো,
সরল চোখে দেখ না মুঢ়,
সহজ ভাবের মন।
ও আমার আউল বাউল মন।
ও আমার পাগল ক্ষ্যাপা মন।।