. ছেঁড়া ছেঁড়া ঘুম কেন রাতের চাদরে মুখ ঢাকে,
নৈঋতে বাঁকা চাঁদ ঘুমন্ত জোছনায় জেগে থাকে।
তোমার মহুল চোখ সেই কবে ছুঁয়েছিল মন,
প্রখর নেশার স্মৃতি ফালা ফালা করে মনটাকে।
কয়েক হাজার সাল রাত জেগে বসে আছি যেন,
অনাদি অনন্ত কাল প্রতীক্ষার নেই শেষ কেন।
ফিরবে না জানি তুমি মনে রবে তুষার আবেশ,
তবুও তোমার আশে, জেগে রই অপলকে জেনো।
পাশ ফেরা তটিনীর কুলুকুলু জল স্রোত ধারা,
জোছনা রজত শুভ্র কুহকিনী মায়াজাল সারা।
বাঁশীর সুরের মতো বয়েছিলো দুচোখ তোমার,
শব্দহীন কামনায় হয়েছিনু দিবা রাতি হারা।
পেঁজাতুলো আঁধারেতে নিদ্রাহীন প্রিয়তমা রাত,
আমি আর নিঃসঙ্গতা বসে থাকি হাতে নিয়ে হাত।
পবিত্র স্মৃতির খোঁজে কাছে আসে পেলব সময়,
বিরল ব্যথার সুখ চিরকাল দিয়ে যাবে সাথ।
কেটে যাবে এ জীবন সোঁদা সোঁদা ভালোবাসা বয়ে,
দিবস, সপ্তাহ, মাস, বৎসর যুগ পার হয়ে।
হারানিয়া বেদনার মৃদু গন্ধী স্মৃতি বিলাসিতা,
বেঁচে থাক এ হৃদয়ে, হাসি মুখে শুধু যাই সয়ে।।