. চলছে কথার গরম হাওয়া,
চারদিকেতে মারামারি,
দালান প্রাসাদ মানুষ ভরা,
লাগছে তবু হানাবাড়ি।
ছুটছে সবাই ঝুলছে যেন,
মাথা্য খোলা তরবারি,
ব্যক্তিগত আর কিছু নেই,
লাগছে সবই বারোয়ারী।
হোক না তোমার প্রেমটা সরল,
লাগতে হবে চমকদারী,
জ্ঞান দেওয়াটা সহজ তবে,
কঠিন নেওয়া জিম্মেদারী।
চাইবে যেটা হচ্ছে না তা,
উপর ওয়ালার চমৎ্কারী!
ভুখার চোখে শ্রেষ্ঠ কাব্য,
গন্ধ ওঠা ভাতের হাঁড়ি্,
পারলে চলো যুগের সাথে,
নইলে রবেই অনাহারী।
শিখতে হবে বাঁচার নিয়ম,
শিখতে হবে তাড়াতাড়ি,
কিন্তু বাঁচা বেজায় কঠিন,
নয় জড়ানো ফুলেল শাড়ি।
বাঁচতে যে চাও নিজের মতন?
এত্তো বড় অত্যাচারী!
সমাজ বলেও আছে কিছু,
ভুলছো, একি মামার বাড়ি?
খুব ঘুমোলে জাগো এবার,
নইলে ছেড়ে যাবে গাড়ি,
বলছ টা কি? জাগার জন্য,
ঘুমনোটাও দরকারি?
হুম বুঝেছি, থামছি এবার,
হচ্ছে বোধ হয় বাড়াবাড়ি।।