. ভাবনা চিন্তা কখন যে আসে,
মনের ভেতরে গুচ্ছ গুচ্ছ।
তোমার আমার সফেদ জীবন,
লাগাই তবুও ময়ূর পূচ্ছ।
কাপড় মেলার তারের মতই,
সটান লম্বা দুহাত ছড়াই।
বিদ্যের ঝুলি অষ্টরম্ভা,
বড় ভালোবাসি আপন বড়াই।
জঞ্জাল ভরা প্রেমের শহরে,
বেজন্মা ভেঁপু বাজছে কেন।
আনছে সন্ধ্যা দুহাতে কাচিয়ে,
বাতাসেতে ঘোর লাগছে যেন।
ইঁট বার করা পুরনো বাড়িটা,
খোঁজে জওয়ানির সেসব কাল।
শিমুলের গোড়া উইয়ের কবলে,
গোনে রাত আর গোনে সকাল।
সময়ের বুকে নর্দমা বাড়ে,
বড় বেশী পুতিগন্ধবাজ।
দিন গুজরান অভ্যেসে বটে,
ফেরীওলা বেচে স্বপ্ন আজ।
দুঃশ্চিন্তার ছোট ছোট খোকা,
মন অলিন্দে বানায় ঘর।
আমাদের সেই ভালোবাসা বাসা,
অবিশ্বাসেতে হোল ফোপর।
চড়ুইয়ের পাখা ছোঁয় মহাকাশ,
ডানা ভাঙ্গা চিল চিতপটাং।
চায়ের কাপের গরম ধুঁয়োতে,
তাড়াই ভাবনা উটপটাং।।