উলঙ্গ সভ্যতার মুখে
দুরন্ত গতিশীল বাচালতা,
ভাসায় ডোবায় মোরে...
উলটে পালটে দেখে,
বাস্তব সহনশীলতা,
অপাঙ্গে হাসে চেয়ে...
জানায়, “সংগ্রামটা চাই।
মিত্র, বন্ধু কেউ নেই আর,
ওসব কিতাবে ভালো...
দুনিয়ায় আছে দুটো দল,
শাসক, শোষিত ব্যস।
আর নেই কেউ...
তোমার পুরনো চিন্তা
দু হাতে পাকিয়ে নিয়ে...
করবে কি ভাবো...
হয় মার খেতে শেখো,
নয় মারো ভালো করে,
মাঝামাঝি? হাঃ হাঃ, বেওকুফি...
কালচার, সংস্কৃতি, কৃষ্টি?
যাও ধুয়ে জল খাও গিয়ে।
বাঁধিয়ে রাখ ফ্রেমেতে...
বলি তাই, ভেসে পড়
গড্ডালিকা প্রবাহতে আজ,
একুশ শতকে আছ বেঁচে”...
উপায় নেই তো কিছু,
চাই বা না চাই নিই মেনে,
বিবেকের গলা টিপে …
বুকের রক্তাক্ত ক্ষত, হাতে চেপে,
হয়তো এমনই হয় ভাবি,
আমিই সেকেলে বড়...
মিনিবাস কন্ডাকটর
হেঁকে যায় দেশের স্লোগান
বারবার লাগাতার...
“পেছনের দিকে এগিয়ে যান,
পেছনের দিকে এগিয়ে যান,
পেছনের দিকে...”