খুঁজেছি বিধিরে মোর জানি কোথা কোথা,
মন্দির মসজিদ গির্জা সর্ব স্থানেতে,
পাগল হয়েছি, শুধু ঘুরি হেথা হোথা,
বিরাজিত, তবু শিখা জ্বলেনি মনেতে।
দেখা চাই দেখা দাও লুকায়েছ জানি,
যায় দিন, খুঁজে খুঁজে এই ধরাতলে,
ব্যাকুল হয়েছে প্রাণ কাঁদে হৃদিখানি,
সন্ধানি অমৃতে, দিন কেটেছে গরলে।
অবশেষে দিলে দেখা ভাঙ্গা ফুটপাতে,
উপবাসে আছ বসে ভিক্ষাপাত্র লয়ে,
দিন শেষে কর ভাগ সারমেয় সাথে,
যা কিছু খাবার জোটে, অর্ধোদর রয়ে।
যতই খোঁজ না তারে বেদ, বাইবেলে,
পাবে দেখা পাশে তব, চাও চোখ মেলে।