. কাল ক্ষয় দ্বীপসম এই পরবাসে,
চতুর্দিকে ধেয়ে আসা বহু ভাবধারা।
সব সয়ে বেঁচে থাকা, বাঁচা ভালোবেসে,
যতই আপন ভাবি, তবু দেশহারা।
শেখো ভাষা শেখো রীতি তবুও বিদেশী,
কার দেশ, কোন দেশ, এনু কোথা হতে?
দেশ জাত হীন আমি শুধু ধরা বাসী,
বোঝে না তা কেউ, সব থাকে নিজ মতে।
তবু বড় মনে পড়ে জন্মভূমি স্মৃতি,
সেই নদী সেই দেশ সুজলা সুফলা।
বৃষ্টিস্নাত দিকচক্র মায়ার মূরতি,
কৈশোরের প্রেম গাঁথা, চক্ষু করে জ্বালা।
সাঁঝবেলা জীবনের, বাঁকা চোখে হাসে,
মনে পড়ে নিজ ভূমি, বাস পরবাসে।