. পাকা চুল ঝুল ঝুল,
মনে বড় কষ্ট?
বুড়ো হনু ভেবে ভেবে,
মাথাটাই নষ্ট?
বাজে কথা একদম,
মনে ঠাঁই দিয়ো না।
শরীরটা হোক বুড়ো,
মনটা বুড়িয়ো না।
বিপি চিনি হল বলে,
মনে বড় জাগে ত্রাস?
আমা মিয়াঁ, ছাড়ো দেখি,
যাও হয়ে বিন্দাস।
দেহ থাক তার মতো,
করে যাও উপচার।
মন রাখ শিশু করে,
সেটা বড় দরকার।
কোট টাই সুট পরে,
যাইয়ে অফিস কো।
বাথরুমে আঙ্গা পাঙ্গা,
নেচে নাও ডিস্কো।
থাক ভাব হামবড়া,
থাকো হয়ে গম্ভীর।
দরোজা বন্ধ করে,
হও হেসে অস্থির।
দেখলো কে ভুলে গিয়ে,
মাতো বল খেলাতে।
অল্প স্বল্প চোট?
দোষ নেইকো তাতে।
ছেলেটাকে দুম করে,
কাতুকুতু দাও না।
হেঁড়ে সুরে গলা ছেড়ে,
গান কভু গাও না।
কখনো তো ভুল করে,
ঠকে এস বাজারে।
এদিকে আসার কথা,
যাও চলে ওধারে।
জীবনের প্রতি ভোর,
একেকটা গল্প।
নাও বেঁচে ভরপুর,
সময়টা অল্প।
বুড়ো হনু ভেবে ভেবে,
বুড়ো হয়ে পড়বে।
হবার যা হবে তাই,
ভেবে কিবা করবে।
করতে এসব তবু,
বেশী চাপ নিয়ো না।
পাগল বললে লোকে,
দোষ মোরে দিয়ো না।