বাস মোর ফুটপাতে অনাথ কিশোরী,
এক ছিল দাদা সেও গেল গাড়ি তলে।
কভু খাই ভিখ মেগে, কভু করি চুরি,
তারি মাঝে ভালোবাসা জ্বালায় অনলে।
মাঝে মাঝে আসে সে, কি রাশভারি কেতা,
খেতে দেয়, মাথে হাত করে বড় স্নেহ।
একদিন বলে ওঠে মোর মন কথা,
চল থাকি একসাথে, মোর নাই কেহ।
নিয়ে যায় ঘরে মোরে কতই আদর,
জীবন এখন কাটে রাজসিক চালে।
সাথে খাই সাথে ঘুরি নেই মনে ডর,
ভাবি মনে এত সুখ ছিল কি কপালে?
আমি যত ভালোবাসি বাসে কি গো কেউ?
গাল চাটি লেজ নাড়ি, ডাকি ঘেউ ঘেউ।
**কবিতাটি একটি হোয়াটস্-অ্যাপ এ শেয়ার করা লেখা থেকে অনুপ্রাণিত। লিখেছি সনেটের নিয়ম মেনে। যদিও এত লঘু ভাবের সনেট হয় কিনা জানা নেই।